মাংস বিক্রেতাকে কোপানোর প্রতিবাদে মানববন্ধন

১২ ডিসেম্বর ২০২১

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে মাংস বিক্রেতাকে কোপানোর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন করে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় মাংস ব্যবসায়ী সমিতি। মানববন্ধননে ভুক্তভোগীর আত্মীয়-স্বজনরা ঝাড়ু উচিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান। সেই সঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান। এর আগে শনিবার সকালে সাপ্টিবাড়ি বাজারে কেনার সময় মাংসের সঙ্গে চর্বি দেয়াকে কেন্দ্র করে কসাইয়ের দা দিয়ে তাকে কুপিয়েছেন এক কলেজশিক্ষক ক্রেতা। এদিকে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ভাই।

ভুক্তভোগীর নাম শহিদুল ইসলাম, তিনি সাপ্টিবাড়ী বাজারে মাংস বিক্রি করেন। ঘটনার পর তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ক্রেতার নাম হযরত আলী, তিনি সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক।

অভিযোগে জানা যায়, মাংসে চর্বি দেয়া নিয়ে শহীদুলের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় হযরত আলীর। এক পর্যায়ে কসাইয়ের দা দিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন অভিযুক্ত। এ সময় বাজারের লোকজন ভুক্তভোগীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই হযরতের নামে থানায় অভিযোগটি দেন শহিদুলের বড় ভাই সিরাজুল।

অভিযুক্ত হযরত আলী বলেন, মাংসে একটু চর্বি বেশি দেয়ায় তার সাথে শুধু কথা কাটাকাটি হয়েছে। তাকে দা দিয়ে কোপানোর বিষয়টি মিথ্যা ও বানোয়াট। আমার সম্মান ক্ষুন্ন করতেই আমার বিরুদ্ধে মিথ্যা রটনা রটাচ্ছে। আদিতমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোক্তারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

লাজু মিয়া/এমকে

 


মন্তব্য
জেলার খবর