বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এ উন্নত দেশ গড়ার সৈনিকরাও প্রস্তুত রয়েছে। আগামীতে চতুর্থ শিল্পবিপ্লবে প্রায় সব দেশেরই নেতৃত্ব দেবে তথ্য ও প্রযুক্তি খাতে কর্মরতরা। রোববার ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষ ঘরে বসেই তাদের কাজ করতে পারছে এখন। উদাহরণ হিসেবে লন্ডনে অবস্থানরত এক বাংলাদেশির রাজধানী ঢাকার ধানমন্ডির বাসায় চুরির দৃশ্যটা বাসার মালিকের স্বচক্ষে দেখা ও পুলিশের মাধ্যমে চোর আটকের ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, তার সরকারের লক্ষ্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। ঘরে বসে নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে ছেলে-মেয়েরা। সেটা দিয়ে যেমন আর্থিক স্বচ্ছলতা আনবে নিজেদের, তেমনি এগিয়ে নিয়ে যাবে দেশকে। এগিয়ে নিয়ে যাওয়ার সৈনিক তৈরি হচ্ছে। এ জন্য সজীব ওয়াজেদ জয়সহ আইসিটি মন্ত্রণালয়ের সবাইকে ধন্যবাদ জানান সরকার প্রধান। সুনির্দিষ্ট লক্ষ্য রেখে কাজ করা হয়েছে বলেই আজকে উন্নয়নটা করতে পেরেছি- যোগ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রমুখ।
এমকে