৫ গোডাউনে আগুন, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

১২ ডিসেম্বর ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে তুলা ও মুদি পণ্যের মিলে ৪ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী  ব্যবসায়ীরা। রোববার বিকালে পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন মৃর্ধারহাট কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। গোডাউনগুলোর মধ্যে ৪টিই তুলার, একটি মুদি পণ্যের।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মৃধার মালিকানাধীন একটি তুলার গোডাউনে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে আগুন মহসিনের একটি মুদি দোকান এবং বিল্লাল, রুবেল ও ইব্রাহিমের মালিকাধনীন তুলার ৩ টি গোডাউনে ছড়িয়ে পড়ে।  গোডাউনগুলোর সব মালামাল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে। লালমোহন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মাসুদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান শাহীন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর