অর্থ মন্ত্রণালয়ের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩ ঢাকা একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে অনলাইনেই। নির্দিষ্ট জেলার প্রার্থী ছাড়া অন্য জেলার আগ্রহীরা আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ তারিখ ২ জানুয়ারি, ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।
যে পদগুলোতে আবেদন করা যাবে:
কম্পিউটার অপারেটর পদে ১ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জন, উচ্চমান সহকারী পদে ৪ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৫ জন, গাড়িচালক পদে ২ জন, নোটিশ সার্ভার পদে ২ জন, অফিস সহায়ক পদে ১ জন ও নিরাপত্তা প্রহরী পদে ১ জন আবেদন করতে পারবেন।
ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ঢাকা বিভাগের সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যে প্রার্থীদের বয়স গত ১ নভেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছরের মধ্যে থাকবে, তারা আবেদন করতে পারবেন। এ ছাড়া সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের বিপরীতে কর বিভাগে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে বা [email protected] বা [email protected] ঠিকানায় মেইল করা যেতে পারে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরআই