বাবা হচ্ছেন নাসির

২৬ ফেব্রুয়ারী ২০২২

এবার বাবা হওয়ার খবর জানালেন ক্রিকেটার নাসির হোসেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে প্রকাশ্যে এসেছে তামিমার বেবি বাম্প।

 

নাসিরের ছবিতে দেখা যায়, তামিমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি উদযাপন করছেন দু’জনে। তামিমার মাথায় মুকুট, গলায় ঝুলছে ইংরেজিতে লেখা ‘হবু মা’ লেখা ব্যানার। সে উদযাপনে কেকও কেটেছেন তারা। নাসিরও ইংরেজিতে ‘বাবা’ লেখা একটা প্ল্যাকার্ডমতো হাতে নিয়ে তুলেছেন ছবি।

 

ছবিগুলো পোস্ট করে নাসির লিখেছেন, ‘এ ছোট্ট মানুষটা যার অর্ধেক আমি আর অর্ধেক আমার ভালোবাসার, তার সঙ্গে মিলিত হতে আমার তর সইছে না। সবকিছুর জন্য শোকর আলহামদুলিল্লাহ।’

 

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলো ইতোমধ্যে ভাইরাল হয়েছে।


মন্তব্য
জেলার খবর