কারাগারে স্ট্রোক করেছিরেন অ্যাসাঞ্জ

১৩ ডিসেম্বর ২০২১

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটেনের বেলমার্শ কারাগারে স্ট্রোক করেছিলেন বলে জানিয়েছেন তার বাগদত্তা স্টেলা মরিস। এ কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। স্ট্রোকের প্রভাবে তার চোখ-মুখ বসে গেছে বলেও জানান তিনি। সম্প্রতি স্টেলা এসব তথ্য জানান।

 

স্টেলা মরিস জানান, চলতি বছরের ২৭ অক্টোবর ভিডিও সংযোগের মাধ্যমে বেলমার্শ কারাগার থেকে হাইকোর্টে এক শুনানিতে অংশ নেয়ার সময় অ্যাসাঞ্জের স্ট্রোক হয়। তার ধারণা মানসিক চাপের কারণে এমন হয়েছে। তার বিরুদ্ধে চলমান মার্কিন আদালতের পদক্ষেপের কারণে এবং তার স্বাস্থ্য সামগ্রিকভাবে গুরুতর হয়ে পড়ার কারণে স্ট্রোক হয়েছে।

 

তিনি আরো বলেন, স্ট্রোক জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রভাবিত করেছে। তার চোখ কিছুটা অন্যরকম হয়ে গেছে। তার ডান চোখের পাতা বন্ধ হচ্ছে না এবং স্মৃতিশক্তি কমে গেছে। জুলিয়ান অ্যাসাঞ্জের এমআরটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে তিনি অ্যান্টি-স্ট্রোক ওষুধ খাচ্ছেন। তবে এ বিষয়ে মুখ খোলেনি ব্রিটেনের বিচার বিভাগ।

 

২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠার পর বিভিন্ন দেশের সরকারের গোপন থাকা তথ্য প্রকাশের প্রচেষ্টা নেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এর ধারাবাহিকতায় ২০১০ সালে উইকিলিকস ইরাক ও আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিভিন্ন বিপুল গোপন তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিয়ে তা প্রকাশ করেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর