ইউক্রেনে কোটি ডলারের অস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র

১৩ ডিসেম্বর ২০২১

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেন সীমান্তে যখন রাশিয়া সেনা সমাবেশ করছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনে ছয় কোটি মার্কিন ডলারের অস্ত্র ও গোলাবারুদ পাঠাল যুক্তরাষ্ট্র। নিরাপত্তা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা ইউক্রেনে এসব অস্ত্র পৌঁছেছে বলে জানিয়েছেন। নতুন বছরের শুরুতে আরও চারটি কাউন্টার মর্টার রাডারসহ অস্ত্রশস্ত্র সরবরাহ করার কথা রয়েছে। খবর সিএনএন।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ১ সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কির হোয়াইট হাউস সফরের সময় এই নিরাপত্তা প্যাকেজের অনুমোদন দেন।

 

গত বুধবার পেন্টাগনের মুখপাত্র জিন কিরবি বলেন, নিরাপত্তা সহায়তা কর্মসূচির আওতায় অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের মতো প্রাণঘাতী উপাদানের পাশাপাশি অন্য অস্ত্রশস্ত্রও রয়েছে।

 

ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বিশেষ করে সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ ঘটানোর বিষয়টি লক্ষ্য করে এই নিরাপত্তা প্যাকেজের অনুমোদন দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র।

 

সম্প্রতি ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা মজুদ করেছে রাশিয়া। যে কোনো সময় রাশিয়া হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সে আশঙ্কা হেসে উড়িয়ে দিচ্ছে রাশিয়া। ইউরোপিয়ার দেশগুলো রাশিয়াকে শান্ত থাকতে বলছে। আমেরিকাও ইউক্রেনে হামলা করতে অনুৎসাহিত করছে। এরই মধ্যে এতো বিপুল অস্ত্র ইউক্রেনে পাঠানোকে ভালো চোখে দেখছে না সমালোক মহল।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর