মিস ইউনিভার্স-২০২১ প্রতিযোগিতার বিচারক নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। ইসরাইলে অনুষ্ঠিত হবে এবারের মিস ইউনিভার্সের আসর। দেশটির সাবেক প্রেসিডেন্ট নেতা নিয়াহুকে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ গীতা উপহার দিয়ে আলোচনায় এসেছেন।
অনুষ্ঠানের ক’দিন আগেই ইসরাইলে পৌঁছা ঊর্বশী। মিস ইউনিভার্সের আগেই ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এসময় তাকে গীতা উপহার দেন। কেবল গীতা উপহার দেয়াই নয়, নেতানিয়াহুকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন নায়িকা। পাশাপাশি দুই দেশের স্থানীয় ভাষা হিব্রু ও হিন্দু নিয়েও কথা হয় দু’জনের মধ্যে।
দুজনের মধ্যে আলাপচারিতায় নেতানিয়াহু বলেন, আমি আপনাকে হিব্রু শেখাবো, আপনি আমাকে হিন্দি শেখাবেন।
ওই দেখা করার ভিডিও ও ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ঊর্বশী লিখেছেন, আমাকে ও আমার পরিবারকে আমন্ত্রণ জানানোর জন্য ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। একটি উপহার (গীতা) যখন সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে হৃদয় থেকে দেয়া যায়, তখন তা শুদ্ধ হয়। যার বিনিময়ে কিছুই আশা করা হয় না।
আরআই