দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। একযুগরও বেশি সময় ধরে শ্রোতাদের জনপিয় শিল্পীদের তারিকায় শীর্ষ রয়েছেন। অডিও ক্যাসেট দিয়ে যাত্রা শুরু করেছিলেন। ক্যাসেটের যুগ শেষ হয়েছে। এখন অনলাইনের যুগ। অনলাইনেও সরব এ গায়ক।
নিত্য নতুন গানের ভিডিও নিয়ে হাজির হন ইউটিউবে। এবার ইউটিউবে আসিফ আকবরের চ্যানেলটি ১০ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। আর তার স্বীকৃতি হিসেবে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে ‘গোল্ড প্লে বাটন’ পেয়েছেন এ সংগীত তারকা।
তবে এমন অর্জনটি খানিকটা ভিন্নভাবে উদ্যাপিত হয়েছে আসিফের অফিসে। আসিফের এমন অর্জনে তাকে চমকে দিয়েছেন ইউটিউবে জনপ্রিয় চলতি প্রজন্মের ৬ জন সংগীতশিল্পী। এরা হলেন- মাহতিম শাকিব, শেখ সাদী, জিসান খান শুভ, হাসান শামস ইকবাল, সামজ ভাই ও আলভী আল বেরুনি।
শনিবার রাত ১০টার দিকে তারা একসঙ্গে হাজির হন আসিফ আকবরের হাতিরঝিলস্থ অফিসে। এ সময় তারা ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে আসিফের প্রাপ্ত থেকে ‘গোল্ডেন প্লে বাটনটি সঙ্গে করে নিয়ে যান। এবং আসিফের সামনেই তা আনবক্সিং করেন। হঠাৎ অনুজদের কাছ থেকে এমন সারপ্রাইজে চমকে গেছেন আসিফ আকবর।
আসিফ বলেন, সত্যি বলতে আমি ইউটিউব নিয়ে কখনোই সিরিয়াস ছিলাম না। এরা সবাই আমার ছেলের বয়সী। কিন্তু ইউটিউবে মাস্টারমাইন্ড। তারা যেভাবে আজ আমাকে সারপ্রাইজ দিলো তা সত্যি আমাকে বিস্মিত করেছে।
আরআই