অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। ছোট পর্দায় দারুণ জনপ্রিয় তিনি। সনেমা পরিচালনায় এবার নাম লেখালেন। সিনেমার নাম ‘রাতজাগা ফুল’। সিনেমাটি আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সাব্বির নিজেই এতে অভিনয় করেছেন।
এছাড়া আরো অভিনয় করেছেন, জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকীসহ অনেকে।
ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। এটি দর্শকদের মাঝে দারুণ চমক সৃষ্টি করেছে। ৩০ সেকেন্ডের এ টিজারটিতে মীর সাব্বিরকে লম্বা চুল, মুখভর্তি দাড়ি, ময়লা পোশাক আর গলায় জড়ানো গামছা নিয়ে ছুটে বেড়াতে দেখা গেছে।
মীর সাব্বির বলেন, অনেকদিন ধরেই স্বপ্ন ছিল সিনেমা নির্মাণ করবো। সরকারি অনুদানের এ ছবিটির মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করার সুযোগ মেলে। আমি নিজের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। বাকিটা দর্শক বিচার করবেন।
মীর সাব্বির আরও বলেন, সিনেমাটি আমার সন্তানের মতো। সেভাবেই তাকে যত্ন করে মুক্তি দেয়ার উপযুক্ত করেছি। এখন দর্শকের যদি বিন্দুমাত্র ভালো লাগে সেটাই হবে আমার পরম পাওয়া।
আরআই