নতুন বছর শুরু হওয়ার আগেই সুখর দিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। সম্প্রতি ‘কুস্তিগির’ নামে একটি ছবির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই নতুন ছবির এ খবর জানালেন।
‘কুস্তিগির’ ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। এতে বাপ্পির নায়িকা হিসেবে থাকছেন জাহারা মিতু। এর আগে তারা জুটি হয়ে অপূর্ব রানার ‘যন্ত্রণা’, ও কাজী হায়াতের ‘জয় বাংলা’ ছবিতে অভিনয় করেন।
ছবিটি নিয়ে বাপ্পি বলেন, আমার ক্যারিয়ারের প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ এর নির্মাতা শাহীন সুমন ভাই। তার হাত ধরেই আমার অভিনয় জীবন শুরু। এরপর তার সঙ্গে অনেক ছবিই হয়েছে। সবগুলোই ভালো চলেছে। আমাদের সম্পর্ক বাবা-ছেলের মতো। প্রায় ৮ বছর পর শাহীন ভাইয়ের নির্দেশনায় কাজ করতে যাচ্ছি। এটা আমার জন্য আনন্দের ও তৃপ্তির।
মিতু বলেন, শাহীন সুমন ভাই একজন গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করতে পারা অবশ্যই আনন্দের ও ভালো লাগার। আর বাপ্পি চৌধুরীর সঙ্গে কাজের সুবাদে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আশা করি দারুণ একটা প্রজেক্ট হবে। ২২শে ডিসেম্বর গাজীপুরের হোতাপাড়ায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা আছে।
আরআই