করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা দেশে লাগতে দিতে চায় না সরকর। চায় চলমান দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই করোনাকে প্রতিরোধসহ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে। এজন্য সবাইকে খেয়াল রাখতে হবে যেন তৃতীয় ঢেউ না আসে। সেই সঙ্গে ঘরের বাইরে সব ক্ষেত্রে সবাইকে ঠিকঠিকাভাবে মাস্ক পরিধানসহ করোনা সম্পর্কিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দেয়া বক্তব্যে এসব কথা ওঠে এসেছে। রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অক্সিজেন প্লান্ট, শিশু কর্নারসহ উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার নতুন ধরন ওমিক্রন নতুনভাবে ছড়ায়নি। নতুন কারও আক্রান্তের খবর নেই। আক্রান্ত দুই নারী ক্রিকেটার আইসোলেশনে আছেন, ভালো আছেন।
করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সবাইকে টিকা নেয়ার আহবান জানিয়ে মন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকা না নিয়ে থাকলে নিয়ে নেবেন। টিকার কোনও অভাব নেই, এখনও চার কোটি ডোজ টিকা হাতে আছে।
এদিকে করোনার রোগীদের অক্সিজিন নিশ্চিতের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে। প্রতি মিনিটে এক হাজার লিটার অক্সিজেন সরবরাহ করার সক্ষমতা সম্পন্ন এ প্লান্টসহ একই সক্ষমতার দুটি অক্সিজেন প্লান্ট উপহার দিয়েছে ভারত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের বলেন, দেশে করোনার তৃতীয় ঢেউ আসলে এ অক্সিজেন প্লান্ট করোনা রোগীর চিকিৎসায় সহায়ক হবে। দুই দেশের মধ্যে থাকা পুরোনো ও অটুট বন্ধুত্বের অংশ হিসেবে করোনার নতুন প্রকোপ ঠেকাতে প্লান্ট দুটি ভারত উপহার দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।
এমকে