টাইগারদের টানা ষষ্ঠ সিরিজ জয় 

২৬ ফেব্রুয়ারী ২০২২

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীদের ৮৮ রানের বিশাল ব্যবধানে হারায় তারা। আফগানিস্তানে বিপক্ষে এ সিরিজ জয়ের মাধ্যমে ঘরের মাঠে টানা ছয়টি ওয়ানডে সিরিজে জয় পেল টাইগাররা।

 

প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে ৪৫.১ ওভার খেলে ২১৮ রান করে গুটিয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশ জয়ী হয় ৮৮ রানে। সর্বোচ্চ ১৩৬ রান এসেছে লিটন দাসের ব্যাট থেকে এবং দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান করেন মুশফিকুর রহিম।

 

এছাড়া তামি ইকবাল ১২, সাকিব আল হাসান ২০, মাহদুল্লাহ অপরাজিত ৬ ও আফিফ হোসেন অপরাজিত ১৩ রান করেন।

 

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার, শ্রীলঙ্কার বিপক্ষে একবার ও আফগানদের বিপক্ষে একবার ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। যার সবগুলোতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।


মন্তব্য
জেলার খবর