রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন দেখা গেছে সূচকের। কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। আর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন- ১০৪ কোটি ৭৮ লাখ টাকা।
তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৬৪ দশমিক ৩৮ পয়েন্ট, ডিএসইএস আট দশমিক শূন্য পাঁচ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২৮ দশমিক ১০ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্স ছয় হাজার ৯২০ দশমিক ৩৫ পয়েন্টে, ডিএসইএস এক হাজার ৪৬৭ দশমিক ৪০ পয়েন্টে ও ডিএস৩০ দুই হাজার ৬০৪ দশমিক শূন্য আট পয়েন্টে অবস্থান করে।
শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৪২টির, বেড়েছে ৯৯ টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৩৫টির। লেনদেন হয় এক হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকা।
রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে শীর্ষে থাকে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৮৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর বৃদ্ধির শীর্ষে ওঠে আসে আরামিট লিমিটেড। আট দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পায় দর।
এমকে