জনসমাগম নিয়ন্ত্রণ চায় পরামর্শক কমিটি

১৩ ডিসেম্বর ২০২১

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দেশে শনাক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এ ধরণ নিয়ন্ত্রণে সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম সীমিত করার সুপারিশ করেছেন তারা। পাশাপাশি পরামর্শ দিয়েছে দেশের সব প্রবেশপথে স্ক্রিনিংসহ কোয়ারেন্টিন ও আইসোলেশন কার্যক্রম আরও জোরদারের। সোমবার কমিটির এক কার্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা জানান, করোনার টিকা- বুস্টার ডোজের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে ভার্চুয়াল প্লাটফর্মে বৈঠকে করেন তারা। এ বৈঠকে দুটি সুপারিশের সিদ্ধান্ত হয়। বাকিটা হলো- ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেয়ার সুপারিশ। তিনি বলেন, ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার; যাদের অন্তত ছয় মাস আগে দুই ডোজ টিকা নেয়া সম্পন্ন হয়েছে, তাদের বুস্টার ডোজ দেয়া যেতে পারে। স্বাস্থ্যমন্ত্রী বুস্টারের বিষয়ে কমিটির পরামর্শ চাওয়ায় বৈঠকটি হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর