মন্তব্য
দেশে করোনা রোগে ধুঁকে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৮৫ জনের। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৬৭ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
অধিদফতর প্রদত্ত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৩১ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন।নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫টি। শনাক্তের হার ১৪ দশমিক ১৮।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৯১৫টি, পরীক্ষা হয়েছে ২২ হাজার ৩৭টি। শনাক্তের হার এক দশমিক ৭৫। মারা যাওয়াদের মধ্যে পুরুষ দুই জন, আর নারী একজন। বিভাগের মধ্যে ঢাকা, রাজশাহী আর খুলনায় রয়েছেন একজন করে, তাদের সবারই মৃত্যুই হয়েছে সরকারি হাসপাতালে।
এমকে