দেশে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে সব রাজনৈতিক দলসহ গণতন্ত্রমনা মানুষের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা ও গণতন্ত্রকে মুক্ত করার জন্য এ আহবান জানান। সোমবার রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ আহবান জানান। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবিতে সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
বিএনপি মহাসচিব বলেন, আর বিলম্ব নয়, জনগণ বেরিয়ে আসতে শুরু করেছে। পেশাজীবী ভাইয়েরাও এগিয়ে আসবেন। নিঃসন্দেহে একটা আন্দোলন শুরু করা যাবে, এ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বাধ্য করাতে হবে— খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে। দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আজকের আন্দোলন শুধু খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন নয়; এ আন্দোলন জাতিকে মুক্তির আন্দোলন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক শওকত মাহমুদ। আরও বক্তব্য দেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা আহমেদ আযম খান, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, ড. এবিএম ওবায়দুল ইসলাম, শামীমুর রহমান শামীম প্রমুখ।
এমকে