শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১৪ ডিসেম্বর ২০২১

আজ ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানের ঘৃণ্য নকশার অংশ হিসেবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করে পাকসেনারা। ১০ থেকে ১৪ ডিসেম্বর পযর্ন্ত চলা এ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে এ দেশের রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। দিবসটি উপলক্ষে সোমবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন, নেয়া হয়েছে জাতীয় কর্মসূচি।

কর্মসূচির অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সময় হয় আলোচনা সভা। রাজধানী ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, তাদের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিবরা । মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও মিরপুর ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। সর্বস্তরের জনগণও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন। পুষ্পস্তবক অর্পণ বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার করে। দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল। এদিকে দিবসের পবিত্রতা রক্ষায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করতে সর্বসাধারণের প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর