মন্তব্য
নিজের দেশের স্বাধীনতার জন্য লড়াই করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার দেশটির রাজধানী কিয়েভ থেকে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এসময় তার সাথে সামরিক-শৈলীর পোশাক পরে তার প্রধানমন্ত্রী, স্টাফ প্রধান ও অন্যান্য সিনিয়র সহযোগীরাও উপস্থিত ছিলেন।
ভাইরাল ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমরা সবাই এখানে আছি। আমাদের সামরিক বাহিনী এখানে আছে। সমাজের নাগরিকরা এখানে। আমরা সবাই আমাদের স্বাধীনতা, আমাদের দেশকে রক্ষা করার জন্য লড়ছি এবং এ লড়াই এভাবেই অব্যাহত থাকবে।”
শুক্রবার কিয়েভের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনের বাহিনীর সঙ্গে রাশিয়ার সেনাদের সংক্ষিপ্ত সংঘর্ষ হয়।
সূত্র : এনডিটিভি