নতুন ছবির জন্য ব্যস্ত সময় কাটছে নুসরাত-জসের

১৪ ডিসেম্বর ২০২১

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। গভীর রসায়নে আছেন অভিনেতা যশ দাশ গুপ্তের সাথে। নুসরাতের কোলজুড়ে এসেছে যশের সন্তান। প্রায়ই একসাথে সময় কাটাতে দেখা যায় তাদের।

 

গেল শুক্রবার একসাথে জিমে কাটিয়েছেন। রোববার সারাদিন একসঙ্গে কাটিয়েছেন চিত্রগ্রাহক তথাগত ঘোষের স্টুডিয়োতে। ‘মাস্টারশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবির লুক সেটে। তার জন্যই ক্যামেরার মুখোমুখি এ যুগল।

 

শাড়ি, সালোয়ার, জিন্সে পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন নুসরত। আর যশ ছিলেন ক্যাজুয়াল শার্ট-জিন্সে। দুজনকেই পর্দায় কলেজের ছাত্র হিসেবে দেখা যাবে। লুক সেট থেকে এখনও ফাইনাল ছবি নির্বাচন করা হয়নি। তাই ঠিক কোন পোশাকে নুসরতকে দেখা যাবে শিলাদিত্য মৌলিক পরিচালিত এ ছবিতে, সেটাও ঠিক হয়নি। যদিও ইতিমধ্যেই জুটির একটি লুক ভাইরাল হয়েছে। সেখানে যশ সাদা শার্ট আর জিন্স পরে। নুসরত কালো টপ আর ট্রাউজার পরেছেন। খোলা চুল, ছিমছাম রূপটানে ছিপছিপে সুন্দরী যথারীতি আকর্ষণীয়। শুট হয়েছে তথাগতর স্টুডিয়োতে।

 

ছবিটির পরিচালক শিলাদিত্য মৌলিক বলেছেন, ‘‘আমার পরের ছবিতে কলেজ থাকবে, ছাত্র রাজনীতি থাকবে। প্রেমও থাকবে। সেই সম্পর্ক বলবে, রয়ে সয়ে প্রেমই ভালো।”

 

তিনি আরও জানান, ‘‘ছাত্র রাজনীতিতে আরো এক বন্ধু থাকবেন। তিনি পুরুষ বন্ধু। ছবিতে তিনি নুসরতের প্রেমিক নন, কিন্তু বন্ধুর থেকে বেশি!”

 

আরআই


মন্তব্য
জেলার খবর