ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমছে। দেখা গেছে সূচকের পতন। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন- পরিমাণে ৪৫১ কোটি ৫৮ লাখ টাকা। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি কোম্পানির দর কমেছে ২২৮টির, বেড়েছে ১০১টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৪৮টির।
ডিএসইএক্স সূচক ৩৮ দশমিক ৩২ পয়েন্ট কমে ছয় হাজার ৮৮২ দশমিক শূন্য দুই পয়েন্টে, ডিএসইএস সূচক সাত দশমিক শূন্য আট পয়েন্ট কমে এক হাজার ৪৬০ দশমিক ৩১ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৭৬ পয়েন্ট কমে দুই হাজার ৫৮৫ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়ায়।
লেনদেন হয় ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকা।সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে শীর্ষে উঠে আসে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড- ৪৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড- দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৮৯ শতাংশ।
এমকে