ঢাকাই সিনেমার জনপ্রিয়া নায়িকা বিদ্যা সিনহা মিম। যুক্তরাষ্ট্রে অংশ নিয়েছিলেন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখান থিকৈ ফিরেছেন শনিবার। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজে।
যুক্তরাষ্ট্র যাওয়ার আগে কাজ করছিলেন দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের শুটিংয়ে। চলচ্চিত্রটির একেবারে শেষের দিকে। ফিরেই শুটিংয়ে অংশ নিয়েকরছেন এ নায়িকা।
মিম জানান, এই সিনেমার কাজ শেষ করেই প্রস্ততি নিতে হবে নতুন মিশনের। পরের সিনেমা সিনেমা ‘এমআর-নাইন’-এ একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে হবে। যার জন্য তাকে নিতে হবে লম্বা সময়ের প্রস্তুতি। চরিত্রের প্রয়োজনে ফাইটও শিখতে হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের সিলভার নাইনের তত্ত্বাবধানে জানুয়ারির শেষভাগে ফাইট অনুশীলন করবেন তিনি। ফেব্রুয়ারিতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে চিত্রনাট্য ধরে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চান মিম।
আরআই