সাকিবের চোখে সেরা টাইগার একাদশ

১৪ ডিসেম্বর ২০২১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাবেক বর্তমান মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা একাদশ বাছাই করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকের এক লাইভে তিনি এ একাদশের কথা জানান। অনলাইন মার্কেট দারাজের ফেসবুক লাইভটির আয়োজন করে।

 

সাকিবের সেরা একাদশে সাবেক অনেক তারকা ক্রিকেটার রয়েছেন। বর্তমান তারকারাও ঠাঁই পেয়েছেন। আবার বাদও পড়েছেন অনেক তারকা। আসলে সাকিবকে একাদশ বাছাই করতে গিয়ে কাউকে না কাউকে বাদ দিতে হতই। উপস্থাপকের দাবিতে তিনি এ একাদশ বাছাই করেন।

 

পছন্দের একাদশে অধিনায়ক হিসেবে হাবিবুল বাসারকে বাছাই করেছেন সাকিব। ওপেনারের তালিকায় রয়েছেন তামিম ইকবাল। তার সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন জাভেদ ওমর বেলিমকে। অনডাউনে রেখেছেন লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুলকে। এরপর আছেন সাকিব নিজে, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো তারকারা।

 

সাকিবের পছন্দের সেরা একাদশ : হাবিবুল বাশার সুমন (অধিনায়ক), তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ রফিক, মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।


মন্তব্য
জেলার খবর