চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্যায়ের লড়াই শেষ। এবার শুরু হবে শেষ ষোলোর লড়াই। লিওনেল মেসির পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদকে। সোমবার রাতে শেষ ষোলোর জন্য ড্র অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময় বিকাল ৫টায় প্রথম ড্র অনুষ্ঠিত হলেও তা বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটির কারণে মূলত বাতিল করতে হয় প্রথম ড্রটি। পরে রাত ৮টায় আরেকটি ড্র অনুষ্ঠিত হয়।
নতুন ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের। ভিয়ারিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনকে। আরেক পর্তুগিজ ক্লাব বেনফিকা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আয়াক্সকে। ফরাসি ক্লাব লিলের মুখোমুখি হবে চেলসি। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ থাকছে ফরাসি জায়ান্ট পিএসজি।
শেষ ষোলোর প্রথম লেগ হবে আগামী ১৫, ১৬, ২২ ও ২৩ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় লেগ হবে ৮, ৯, ১৫ ও ১৬ মার্চ।
এক নজরে দেখে নিন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো:
চেলসি ও লিল
অ্যাথলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড
ভিয়ারিয়াল ও জুভেন্টাস
ইন্টার মিলান ও লিভারপুল
পিএসজি ও রিয়াল মাদ্রিদ
রেড বুল সালজবুর্গ ও বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি
বেনফিকা ও আয়াক্স
আরআই