মার্কিন নেতৃত্বে ন্যাটোর উসকানিমূলক তৎপরতা রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিকে জটিল করেছে এবং ভবিষ্যতে এ পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি। জম্মার খুবায় শুক্রবার তিনি এ কথা বলেন।
খাতামি আরও বলেন, ইউক্রেনে রুশ হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানিতে তেহরান উদ্বিগ্ন। এ অবস্থায় ইরান সংঘাতে জড়িত সব পক্ষকে আলোচনা শুরু এবং ধৈর্য প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।
আহমাদ খাতামি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্তে হস্তক্ষেপ করছে। একইসঙ্গে ইউক্রেন ইস্যুতে ইউরোপিয় দেশগুলো আগুনে ঘি ঢালছে। কিন্তু ইরান চায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক।
ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইরানের আলোচকেরা দেশপ্রেমী। তারা দেশের জনগণের স্বার্থে কাজ করছে, তারা সব নিষেধাজ্ঞা থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আলোচনায় কোনো ফল হবে না বলেও জানান আয়াতুল্লাহ খাতামি।
সূত্র : পার্সটুডে