ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

১৪ ডিসেম্বর ২০২১

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পের প্রভাবে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এখনও পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি। খবর রয়টার্স।

 

ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির পূর্ব নুসা তেংগারা অঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। তবে রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৫ ছিল। অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭ এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার (৩.১১ মাইল)।

 

ভূমিকম্পের পর মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাৎক্ষণিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৬ বলে জানালেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৩ বলে উল্লেখ করা হয়।

 

শক্তিশালী এই ভূমিকম্পের পর লারানতুকা এলাকায় প্রথম আফটার শক (ভূমিকম্প পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

 

লারানতুকার পূর্ব ফ্লোরেস অঞ্চলের দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলফোনস হাদা বাতেন জানিয়েছেন, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বেশ কয়েক মিনিট ধরে ভূমিকম্পটি অনুভূত হয়। এসময় মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে রাইরে বের হয়ে আসেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর