৩ নারী ক্রিকেটার হাসপাতালে ভর্তি

১৪ ডিসেম্বর ২০২১

সম্প্রতি জিম্বাবুয়ে ফেরত তিন নারী ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হন। দুজন আক্রান্ত হন ওমিক্রন ভ্যারিয়েন্টে। আর একজন ডেল্টা। মঙ্গলবার তাদের রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ভালো আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: মো: নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে দুজন করোনার নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন আক্রান্ত ডেল্টায়। তারা তিনজনই ভালো আছেন। তিন ক্রিকেটারের শারীরিক অবস্থাও স্বাভাবিক। তাদের  পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

 

আফ্রিকার দেশ জিম্বাবুয়ে থেকে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন। ঢাকায় পা রাখতেই তাদের করোনা পরীক্ষা করা হয়। প্রথম পরীক্ষায় দুজনের করোনা ধরা পড়ে। করোনা আক্রান্তরা আইসোলেশনে ছিলেন। আর বাকীরা ছিলেন হোটেলে। আক্রান্তদের কেউ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না সেটা জানা যায় রোববার। দেশে ফেরার ১০ দিন পর। 

 

বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ খেলেছে বাংলাদেশের নারীরা। প্রথমবার নারী বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইপর্ব খেলতে তাঁরা আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে গিয়েছিলেন। সেখানে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। এরপর করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার শঙ্কায় আইসিসি বাছাইপর্বের খেলা বাতিল করে। র‍্যাঙ্কিং অনুযায়ী বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূল দলের টিকেট পেয়ে যায় বাংলাদেশ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর