অক্সিজেন স্যাচুরেশন ৯৯, হৃৎস্পন্দন ৭৩। তার মানে সব স্বাভাবিক। বয়সের কারণে ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপ রয়েছে। আশা করা যায় ওষুধে ঠিক হয়ে যাবে, তিনি শঙ্কামুক্ত। কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে দেখা শেষে মঙ্গলবার তার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। তার আগে সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এ হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসকদের পরামর্শে ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপাচার্য।
ওবায়দুল কাদের বলেন, টানা রাজনৈতিক কর্মসূচির কারণে অনেক পরিশ্রম করেছেন তিনি। ওনার একটু বিশ্রাম প্রয়োজন। আগামীকাল সকাল ১০ টায় মেডিক্যাল বোর্ড তাকে পুনরায় দেখবে।
অধ্যাপক শরফুদ্দিন আহমেদ বলেন, ২০১৯ সালের মার্চে অসুস্থ পরবর্তী সময়ে তিনি নিয়মিত চেকআপ করান এ হাসপাতালে। আজও চেকআপে এসেছিলেন। এ সময় হাসপাতালের ১০ জনের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন, ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসার জন্য ওবায়দুল কাদের দেশের বাইরে যেতে চান না বলেও জানান বিএসএমএমইউ ভিসি।
এমকে