তালেবানের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ

১৪ ডিসেম্বর ২০২১

আফগানের মাটি থেকে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেয়ার পর ক্ষমতায় এসেছে তালেবান। দীর্ঘ ২০ বছর পর সরকারে এলো তারা। তবে তাদের বিরুদ্ধে এবার আফগানিস্তানে শতাধিক বিচাবহির্ভূত অভিযোগ পেয়েছে জাতিসংঘ।

 

মঙ্গলবার সংস্থাটির মানবাধিকার বিষয়ক উপ-প্রধান নাদা আল-নাশিফ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই তথ্য তুলে ধরেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

 

নাদা আল-নাশিফ জানান, ১৫ আগস্টের পর থেকে তালেবান শাসনে সাধারণ ক্ষমা ঘোষণার পরও এসব হত্যাকাণ্ড উদ্বেগজনক। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও আগের সরকার সংশ্লিষ্ট শতাধিক সাবেক সদস্যকে হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ আমরা পেয়েছি। এসব হত্যাকাণ্ডের অন্তত ৭২টিতে তালেবান জড়িত ছিল।

 

তিনি আরও বলেন, একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের লাশ প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছে। এতে জনগণের মনে ভয় ধরিয়েছে।

 

মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে ৪৭টি হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমালোচনার পর এই মন্তব্য করলেন নাদা আল-নাশিফ। আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য জানানোর অংশ হিসেবে তিনি এই মন্তব্য করেন।

 

তালেবান মুখপাত্র কারি সায়েদ খোস্তি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগকে তিনি প্রমাণের ভিত্তিতে করা হয়নি বলে দাবি করেছেন।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর