মন্তব্য
চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪১ জন। আর মারা গেছেন ১০১ জন ডেঙ্গু রোগী। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় ২৭ হাজার ৭৬০ জন সুস্থতা ফিরে পেলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১৮০ জন। ভর্তিকৃতদের বেশিরভাগই আছেন রাজধানী ঢাকার হাসপাতালে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কন্ট্রোল রুমের হিসাবে, গত ২৪ ঘণ্টায়ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ২৬ জন ঢাকায় আর বাকিরা ঢাকার বাইরে অন্য বিভাগের হাসপাতালে আছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৮০ জনের মধ্যে ঢাকায় ১১৪ জন, বাকিরা ঢাকার বাইরে।
এমকে