যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি চীনের

১৪ ডিসেম্বর ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ও দেশের ও মানবাধিকার সংক্রান্ত নিষেধাঙ্গা আরোপ করে। এর মধ্যে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের ব্যক্তি প্রতিষ্ঠানটি ছিল।

 

এর প্রতিক্রিয়ায় চীনও পাল্টা হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। মানবাধিকার হরণের অভিযোগ এনে বেইজিংয়ের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবেন যুক্তরাষ্ট্রকে সর্তক করে দিয়ে বলেছেন, কোনও ‘বেপরোয়া’ পদক্ষেপ নেওয়া হলে ‘পাল্টা আঘাতে’ প্রতিক্রিয়া জানানো হবে। খবর আল জাজিরার।

 

এ নিষেধাজ্ঞাকে ‘স্বেচ্ছাচারী পদক্ষেপ’ আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করছি। যুক্তরাষ্ট্রকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও চীনা স্বার্থের ক্ষতি করা বন্ধ করতে করতে হবে।’

 

ওয়াং ওয়েনবেন আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে, তাহলে চীন দৃঢ়ভাবে পাল্টা আঘাত করতে কার্যকর পদক্ষেপ নেবে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর