মৃদ শৈত্যপ্রবাহের সম্ভাবনা আগামী সপ্তাহে

১৪ ডিসেম্বর ২০২১

দেশে একটি মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে আগামী সপ্তাহে। এ সময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। পূর্বাভাসে মঙ্গলবার এমন কথাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে সপ্তাহের ব্যবধানে দেশে তাপমাত্রা ৫ ডিগ্রি কমেছে। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবার (১৪ ডিসেম্বর), তেতুলিয়ায়- ১০ দশমিক ৫। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশে হওয়া বৃষ্টির পরই মূলত কমতে শুরু করেছে তাপমাত্রা।

ডিসেম্বর মাসে ১টি ঘূর্ণিঝড় হতে পারে। বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি সম্ভাবনা আছে, এ নিম্নচাপের একটিই ঘুর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাছাড়া দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং বাকি অঞলে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আগেই এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এমকে


মন্তব্য
জেলার খবর