বীরাঙ্গনা চরিত্রে অপর্ণা

১৫ ডিসেম্বর ২০২১

১৬ই ডিসেম্বর বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘বীরাঙ্গনা’। এতে বীরাঙ্গনা চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষকে। নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। নাটকটিতে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ। মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার করুণ কাহিনীই নাটকের মূল প্রতিবাদ্য। ১৯৭১ সাল, চারদিকে যুদ্ধের ডামাডোল। আমঝুপি নামে এক গ্রাম।

 

সে গ্রামেরই মানুষ সয়ফর আর ময়ূরজান। প্রচণ্ড ভালোবাসে একে অপরকে। দেশকে শত্রুমুক্ত করার যুদ্ধে তো আর ঘরে বসে থাকা যায় না। সে সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাওয়ার। কিন্তু ময়ূরজানের কি হবে? অজানা শঙ্কায় নিজেকে ঠিক রাখতে পারে না সয়ফর। যুদ্ধে যাওয়ার আগে সে ময়ূরজানকে বিয়ে করে। ঠিক সেই রাতেই গ্রামে হানা দেয় পাক আর্মি। ময়ূরজানকে নিয়ে পালায় সয়ফর। আশ্রয় নেয় ময়ূরজানের খালা মতিবানুর বাড়ি। সেখানেই আতঙ্কে বাসর রাত কাটে তাদের। পরদিন সে খালার কাছে ময়ূরজানকে রেখে যুদ্ধে চলে যায়। এক সময় দেশ স্বাধীন হয়। পাকিস্তানি ক্যাম্প থেকে মুক্ত হন বন্দি ময়ূরজান। তখন তিনি গর্ভবতী। এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানকে নিয়ে শুরু হয় আরেক যুদ্ধ। সমাজের নানা লাঞ্ছনা, গঞ্জনা আর অবহেলা। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।


মন্তব্য
জেলার খবর