মন্তব্য
সবগুলো মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে বুধবারের লেনদেন কার্যক্রম শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেড়েছে কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তবে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ- ২৭৩ কোটি ৩৯ লাখ টাকা ।
লেনদেন হয়েছে ৮০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিনে লেনদেন হয়েছিল এক হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকা। বুধবার মোট ৩ সূচকের মধ্যে ডিএসইএক্স ৩০ পয়েন্ট, ডিএসইএস ১৮ পয়েন্ট ও ৫ পয়েন্ট বেড়েছে ডিএস৩০। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৬০টির।
এমকে