২২-৩০ ডিসেম্বর, চলতি মাসের এ ৯ দিন সারা দেশে জেলা পর্ায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেয়ার দাবিতে এ কর্মসূচি পালন করবে তারা। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ঢাকায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
বিএনপি মহাসচিব জানান, দলের স্থায়ী কমিটির বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত হয়, বৈঠকটি হয় গত ১২ ডিসেম্বর। বিক্ষোভ সমাবেশ সম্পর্কে মির্জা ফখরুল জানান, বিক্ষোভের জন্য দলের ভেতর থেকে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এর সদস্যরা সব জেলায় সমাবেশে অংশ নেবেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানান, অবনতি হয়েছে, সব প্যারামিটার নিচের দিকে। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগরের নেতা আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে