সড়কে চলাচল করতে পারবে না ইজিবাইক
সারাদেশেই সড়ক-মহাসড়কে আর চলাচল করতে পারবে না ব্যাটারিচালিত ইজিবাইক। চলাচল করলে জব্দ করা হবে। শুধু তাই নয়, করা যাবে না আমদানিসহ ক্রয়-বিক্রয়ও। চলাচল অবিলম্বে বন্ধের নির্দেশসহ আমদানিসহ ক্রয়-বিক্রয়ের ওপর এ নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার এ আদেশ দেন বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। এদিকে ইজিবাইক চলাচল বন্ধের আদেশ দেয়ায় হতাশা বিরাজ করছে এর চালকদের মাঝে। দেশে ৪০ লাখ ব্যাটারিচালিত ইজিবাইক রয়েছে বলে জানা গেছে।
এদিকে আদেশটি দেয়ার পাশাপাশি রিটের বিবাদিদের বিরুদ্ধে জারি করা হয়েছে রুল। রুলে জানতে চাওয়া হয়েছে- অবৈধ ইজিবাইক আমদানি থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। অবিলম্বে রিট আবেদন নিষ্পত্তি করতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত। শিল্প মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয় রিটে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
গত ১৩ ডিসেম্বর ‘বাঘ ইকো মোটরস লিমিটেডের’ সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে রিটটি করা হয়। রিট আবেদনে বলা হয়, অ্যাসিড বাটারিচালিত ইজি বাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এ যান পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। এর বাটারি বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়া হলেও বিদ্যুৎ খাত থেকে কোনও রাজস্ব পাচ্ছে না সরকার।
এমকে