বেড়েছে মৃত্যু ও শনাক্ত

১৫ ডিসেম্বর ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। মারা গেছেন ৪ জন, শনাক্ত হয়েছে ২৯৫ জন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে ৩ ও ২৯৫ জন।  স্বাস্থ্য অধিদফতরের বুধবার ও মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে পাওয়া গেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৩৮ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি। শনাক্তের হার ১৪ দশমিক ১২।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। ১ দশমিক ০৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। ২৮ হাজার ৩১৭টি নমুনা সংগৃহিত হয়, পরীক্ষা হয়েছে ২৮ হাজার ১৫৩টি। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ, বাকিজন নারী। বিভাগের মধ্যে  ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুরে ১জন করে আছেন। সরকারি হাসপাতালে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১জন মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর