সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

১৫ ডিসেম্বর ২০২১

দেশে করোনার নতুন ধরণ ওমিক্রনের বিস্তার ঠেকাতে সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, এ বিষয়ে আমাদের সতর্ক হতে হবে, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। বুধবার  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

যুক্তরাজ্যে বর্তমানে আক্রান্তদের অধিকাংশ ওমিক্রনে সংক্রমিত উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রনের প্রভাবে বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবারও বাড়লেও আমাদের দেশের অবস্থা ভালো আছে।  কিন্তু মনে রাখতে হবে করোনার সংক্রমণ এখনও শেষ হয়নি। এ মুহূর্তে অসতর্ক হলে হবে না। সব অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে, করোনা প্রতিরোধী টিকা নিতে হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর