সবাইকে টিকা নেওয়ার আহবান প্রধানমন্ত্রীর

১১ জানুয়ারী ২০২২

করোনা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে করোনা প্রতিরোধী টিকা নেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, টিকার কোনও অভাব নেই। দেশে ১৩ কোটির মতো মানুষ টিকা পেয়েছেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার (১১ জানুয়ারি)  আওয়ামী লীগের আলোচনা সভায় এ আহবান জানান। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এ সভা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন  থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী জানান, অনেক উন্নত ও অর্থশালী দেশও বিনাপয়সায় এ টিকা দেয় না, পরীক্ষা করে না। অথচ তার সরকার সেটা বিনা পয়সায় দিচ্ছে। সভায় দলের নেতাকর্মী সবাইকে মাস্ক পরার নির্দেশনাও দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেন, সবাই মাস্ক পরবেন, সবাইকে স্বাস্থ্যসুরক্ষা মেনে চলতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর