এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ

১৫ ডিসেম্বর ২০২১

শর্তসাপেক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪ ডিসেম্বর থেকে দেশের সর্বত্র এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করা হয়েছে। দেশের জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিতের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। বুধবার (১৫ ডিসেম্বর)  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। তার আগে রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

শর্ত হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় শুটিং ফেডারেশনের নিবন্ধিত শুটিং ক্লাব ও বনাঞ্চল সন্নিহিত এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী, তাদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

 

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর