পশ্চিমা চাপ উপেক্ষা করে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যে দেশটির রাজধানী কিয়েভে পৌঁছেছে তারা। ৪ দিনের মধ্যে রুশ সেনারা কিয়েভ নিজেদের দখলে নিয়ে নিদে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতিতে রুশ অভিযান প্রতিহত করতে রাজধানী কিয়েভের স্বেচ্ছাসেবকদের ১৮ হাজার মেশিনগান দেয়ার কথা জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভদিম দেনিসেঙ্কো বলেছেন, ‘যারা ইউক্রেনের রাজধানীকে রক্ষা করতে চায়, কিয়েভের এমন স্বেচ্ছাসেবকদেরকে ১৮ হাজার মেশিনগান দেয়া হয়েছে।
এছাড়া ইউক্রেনের সেনাবাহিনীও অস্ত্রশস্ত্র নিয়ে কিয়েভে ঢুকছে বলে জানিয়েছেন দেনিসেঙ্কো। নিরাপত্তার প্রসঙ্গ টেনে সেনা বহরের ভিডিও না করতে কিয়েভবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার সেনাদের প্রতিহত করতে কিয়েভে বসবাস করা সবাইকে সাধ্য অনুযায়ী প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে পেট্রোল বোমা বানানোর কৌশলও লিফলেট আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।