নতুন বছরেই আসছে ‘দেশান্তর’

১৬ ডিসেম্বর ২০২১

কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত দেশান্তর সিনেমা মুক্তি পাবে নতুন বছরেই। ছবিটি সরকারি অনুদানে নির্মান করা হয়েছে। সিনেমার শুটিং শেষ হয়েছে। ডাবিং এর কাজ চলছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক আশুতোষ সুজন।

 

তিনি জানান, এখন সিনেমার ডাবিং কাজ চলছে। তার পাশাপাশি সিনেমা মুক্তি দেয়ার জন্য আনুষাঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করছি। আশা করছি নতুন বছরের এপ্রিলে মুক্তি দিতে পারবো ‘দেশান্তর’।

 

ইতিমধ্যে এ সিনেমাটির একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। ‘দেশান্তর’ সিনেমাতে অভিনয় করেছেন মৌসুমী, আহমেদ রুবেল, ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক প্রমুখ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর