নিউজিল্যান্ডে করোনার কবলে টাইগাররা

১৬ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। গত ১১ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছায় টাইগাররা। সে সময় তাদের বিমানে সহযাত্রী একজন করোনা আক্রান্ত ছিলেন। সেই থেকে বিপদের শুরু। এ কারণে দলের ক্রিকেটার ও কোচিং স্টাফসহ ৯ জনের সাত দিনের পরিবর্তে ১০ দিন কোয়ারেন্টিন করতে হচ্ছে।

 

যাওয়ার পর দুই দফা কোভিড পরীক্ষায় ‘নেগেটিভ’ হন বাংলাদেশ দলের সবাই। তবে তৃতীয় দফা পরীক্ষায় আসে দুঃসংবাদ। কোভিড ‘পজেটিভ’ হয়েছেন দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। সেই সঙ্গে বুধবার বৃষ্টির হানায় অনুশীলনে নামতে পারেনি দল। নিউজিল্যান্ড থেকে দলের এমন পরিস্থির কথা নিশ্চিত করেছেন এক শীর্ষ কর্মকর্তা।

 

দলের স্পিন কোচ হেরাথের সংস্পর্শে যারা এসেছেন ধারণা করা হচ্ছে তাদেরও বাড়ানো হবে কোয়ারেন্টিনের মেয়াদ। যেমনটা করা হয়েছে করোনা আক্রান্ত বিমান যাত্রীর সঙ্গে ভ্রমণ করা দলের ৯ সদস্যের বেলায়।

 

এ বিষয়ে দল সেূত্রে জানা যায়, ‘কাল (আজ) আমাদের সবার তৃতীয় কোভিড-১৯ টেস্টের রিপোর্ট আসবে। এরপর এ দেশের সরকারের যে কোভিড প্রটোকল সেটি মেনে তারা আমাদের চলাফেরার সিদ্ধান্ত জানাবে। এখানে করোনার আইন কঠোরভাবে পালন করা হয়। তবে এবার আগেরবারের তুলনায় নিয়ম কানুনগুলো সহজ হয়েছে। আমরা এখানে তিন পর পর বের হয়ে জিম করতে পারছি। গতকালও আমাদের জিম সেশন হয়েছে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর