বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি

১৬ ডিসেম্বর ২০২১

আগামী বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। এরইমধ্যে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরের দ্বিতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার।

 

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শেষে চূড়ান্ত হয়েছে আট দল। করোনাভাইরাসের কারণে পুরো বাছাইপর্ব শেষ করতে না পারায় র‌্যাঙ্কিং অনুযায়ী ২০২২ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

মেয়েদের বৈশ্বিক ক্রিকেট আসরটির ব্যপ্তি ৩১ দিন। ম্যাচও হবে ৩১টি। ৪ঠা মার্চ শুরু হবে টুর্নামেন্ট এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩রা এপ্রিল।

 

রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় বিশ্বকাপে সব দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। প্রথম রাউন্ডের ২৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট। অর্থাৎ বিশ্বকাপে অন্তত সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

 

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। টাইগ্রিসদের প্রথম ম্যাচ ৫ই মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৭ই মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সালমা-জাহানারারা।

 

প্রথম দুটি ম্যাচ ডানেডিনে অনুষ্ঠিত হবে। এরপর ১৩ই মার্চ হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

 

১৮ই মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাওরাঙ্গায় বাংলাদেশের চতুর্থ ম্যাচ। ২২শে মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ২৫ ও ২৭শে মার্চ যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে মাঠে নামবে বাংলাদেশ।

আসরের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০শে মার্চ ওয়েলিংটনে।

৩১শে মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ও ৩রা এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর