নিউজিল্যান্ডে টাইগারদের বিজয় উদযাপন

১৬ ডিসেম্বর ২০২১

আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

১৯৭১ সালের এই দিনে পাকসেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আজ সারা দেশে উদ্‌যাপন করা হচ্ছে।

এ মুহূর্তে দেশে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ক্রাইস্টচার্চে আছে লাল-সবুজের দল। তবে দূরে থেকেও বিশেষ দিনে উদ্‌যাপন করেছেন তাঁরা। পতাকা হাতে নিয়ে জাতীয় সঙ্গীতে গলা মেলালেন মুশফিক-তাইজুলরা। সবাই এক সঙ্গে গাইলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ 

সূচি অনুযায়ী আজ অনুশীলন করার কথা ক্রিকেটারদের। কিন্তু, বৃষ্টির কারণে সেটা কঠিন হয়ে পড়েছে। ক্রিকেটারেরা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখনও বৃষ্টি ঝরছিল। পুরো দল যদিও মাঠে আসতে পারেনি। বাংলাদেশ দলে করোনা হানা দেওয়ায় অনুশীলনে এখনই যোগ দিতে পারছেন না নয় ক্রিকেটার। বাকিরা বাইরে বের হতে পারছেন।
 


মন্তব্য
জেলার খবর