শঙ্কামুক্ত বাংলাদেশ ক্রিকেট দল

১৬ ডিসেম্বর ২০২১

আজ মহান বিজয় দিবস। সুদূর নিউজিল্যান্ড থেকে বিজয় দিবস উদ্‌যাপন করছেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। একই সুরে, পতাকা হাতে জাতীয় সংগীত গেয়েছেন তাঁরা। তবে, বিজয়ের দিনে আরেকটি সুখবর পেলেন মুশফিকরা। দলের কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হলে সবার মধ্যে যে প্রভাব, সেটা কেটে গেছে। কারণ সবাই করোনা নেগেটিভ হয়েছেন। এমনকি কোয়ারেন্টিনে থাকা নয় জন ছাড়া বাকিরা পেলেন অনুশীলনেরও অনুমতি।

নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় এ সুখবর দিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

আজ ভিডিও বার্তায় খালেদ মাহমুদ সুজন বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্‌ সবাই নেগেটিভ এসেছি রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি এবং টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করব? ওরা আজ আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজ অনুশীলনে গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’

নিউজিল্যান্ড গিয়ে কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। মোট ৩০ দলের বহরে করোনা আক্রান্ত হেরাথের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের হাতে দেওয়া হয় হলুদ ব্যান্ড। হলুদ ব্যান্ড পরা নয় জন ছাড়া বাকিরা সবাই আজ থেকে মুক্ত।


মন্তব্য
জেলার খবর