মৃত্যু ৩, শনাক্ত ২৫৭

১৬ ডিসেম্বর ২০২১

দেশে করোনা আক্রান্ত ৩ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় ২৫৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি করোনামুক্ত হয়েছে ১৫১ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪১ জন।  ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন সুস্থ হয়েছেন। ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তে হার ১৪ দশমিক ৯।

গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ২ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগৃহিত হয়েছে ২৫ হাজার ৪৭৩টি, পরীক্ষা হয়েছে ২৫ হাজার ২০৩টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন এবং নারী ১ জন। বিভাগের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১ জন করে রয়েছেন। তাদের সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর