বাংলাদেশে কমেছে সন্ত্রাসবাদ

১৭ ডিসেম্বর ২০২১

বাংলাদেশে আগের থেকে কমেছে সন্ত্রাসবাদ। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে এ সংক্রান্ত তদন্ত ও গ্রেফতার। ২০২০ সালের এ পরিস্থিতি তুলে ধরা হয়েছে ‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০২০’শীর্ষক প্রতিবেদনে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এ রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

রিপোর্টে বলা হয়েছে, এ সময়ে বাংলাদেশে কমলেও সারা বিশ্বে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। গত বছর বাংলাদেশে সব মিলে তিনটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও এতে কেউ নিহত হয়নি। ঘটনা তিনটি হিসেবে ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণ, ৩১ জুলাই নওগাঁয় একটি মন্দিরে হামলা ও ২৪ জুলাই ঢাকায় পুলিশ মোটরসাইকেলে একটি ছোট বোমা পাওয়ার কথা জানানো হয়েছে। বোমাটি নকল ছিল উল্লেখ করে প্রতিবেদন বলছে, চট্টগ্রামের হামলায় দুইজন পুলিশ ও একজন বেসামরিক নাগরিক আহত হলেও নওগাঁর ঘটনায় কেউ আহত হয়নি। তবে আইসিস এর দায় স্বীকার করে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর