প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার অভিবাসন ব্যবস্থায় সুশাসন, গুণগত মানসম্পন্ন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবারসহ অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। আর ৫ মিলিয়ন নতুন বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে বিষয়টি জানান প্রধানমন্ত্রী।
গৃহিত কর্মসূচির কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসহ বিশ্ব চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোর্স চালু, আন্তর্জাতিক সনদায়নের মতো নানা উদ্যোগ নেয়া হয়েছে। বিদেশে ৫টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনটিনিয়াল স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এতে প্রবাসেই শিক্ষার সুযোগ সৃষ্টি হবে অভিবাসীদের সন্তানদের। করোনার কারণে দেশে ফেরা অভিবাসীদের জন্য স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ এবং পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩ লাখ প্রবাসী কর্মীকে বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিন দেয়া হয়েছে।
এমকে