প্রকাশ্যে শাহরুখ খান

১৭ ডিসেম্বর ২০২১

ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার ও জামিন পাওয়ার পর সব জায়গা থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ খান। সেই অপেক্ষার অবসান হলো। হুন্ডাই ইন্ডিয়া সংস্থার একটি ইভেন্টে ডিজিট্যালি প্রকাশ্যে এলেন শাহরুখ। প্রকাশ্যে আসায় শাহরুখভক্তরা উচ্ছ্বসিত। আরিয়ানকাণ্ডের পর প্রথম সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন শাহরুখ পত্নী গৌরী খানও। গত বুধবার সামাজিকমাধ্যমে শাহরুখের ফ্যান ক্লাবের তরফে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে স্ক্রিনের ওপর থেকে একটি ভিডিও মেসেজে শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছেন কিং খান স্বয়ং। সেই ছবিতে বেশ ক্যাজুয়াল লুকেই ধরা দিয়েছেন বলিউড বাদশাহ। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, টি-শার্টের উপর চাপানো জ্যাকেট এবং ব্যাকব্রাশ করে আঁচড়ানো কাঁধ ছাপানো চুল।

 

প্রিয় তারকাকে দেখে ভক্তরা আনন্দিত। এবার তাকে বড় পর্দায় দেখতে চাইছেন ভক্তরা। সামনে শাহরুখ খানকে দেখা যাবে ‘পাঠান’ ছবিতে। এই ছবির মাধ্যমে প্রায় দুই বছর পর কিং খানের কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।


মন্তব্য
জেলার খবর